নির্বাচন কমিশনের নির্দেশে মাঝ পথে বন্ধ হল “টক টু মেয়র”।ক্ষোভের সুর মেয়রের গলায়।

0
84

 

শিলিগুড়ি:-

৭৬তম টক টু মেয়র নির্বাচন বিধিনিষেধের আয়ত্তে পরে বন্ধ হয় গেল মাঝ পথে।নির্বাচন কমিশনের কাছে অনুমতির ভিত্তিতে চলছিল টক টু মেয়র অনুষ্ঠান।সেই মতন শনিবার ‘টক টু মেয়রে’ফোনের মধ‍্যদিয়ে মানুষের সমস‍্যা সমাধানের কথা জানাচ্ছিলেন মেয়র গৌতম দেব।প্রায় ৩৫/৪০ মিনিট অতিক্রান্ত হওয়ার পরপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁর ফোনে ম‍্যাসেজ আসে এখুনি টক টু মেয়র বন্ধ করার।এই নির্দেশে বন্ধ করে দেন মেয়রের’টক টু মেয়র’অনুষ্ঠান।তবে নির্বাচন কমিশনের ভুমিকা নিয়ে দ্বিচারিতার অভিযোগ তোলেন তিনি।মেয়র জানান,সব অনুমতি নিয়েই এই অনুষ্ঠান চলছিল যেহেতু নির্বাচন চলছে এবং তার ঘেরা টোপের মধ্যে সব কাজ করতে হবে।তাই তাদের নিদের্শ মতে মাঝ পথে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন তিনি।তবে নির্বাচনের দিন ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ীকা শিখা চ‍্যাট‍্যার্জি যে ভাবে ইচ্ছাকৃত ভাবে এবং প্রচার পাবার লক্ষ্যে দিনভর নির্বাচন কমিশনের বিধিনিষেধ উলঙ্ঘন করে বেআইনি কাজ করেছেন।তার বিরুদ্ধে কোন পদক্ষেপ কেন নেওয়া হোল না সেই ব‍্যাপারে কমিশনের দ্বারস্থ হবেন বলে জানান তিনি।অন্যদিকে বিধায়ীকা শিখা চ্যাটার্জির বিরুদ্ধে আনা অভিযোগের পালটা অভিযোগ আনেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।তিনি জানান,মেয়রের নির্দেশেই পুলিশ শিখা চ্যাটার্জিকে হেনস্থা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here