উন্নয়ন ইশ্যুতে মমতার দেখানো পথেই হাঁটছে বিজেপি ? লক্ষ্মীর ভান্ডারের বিকল্প নাম তুলে এনে সুকান্তর গড়ে রাজ্য জয়ের ডাক শুভেন্দু অধিকারীর
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২২ এপ্রিল ——— লক্ষ্মীর ভান্ডারের বিকল্প নাম তুলে এনে সুকান্তর গড় থেকে রাজ্য জয়ের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, উন্নয়ন নিয়ে ভোটারদের প্রতিশ্রুতি দিতে মমতার পথেই হাটলেন রাজ্যের বিরোধী দলনেতা। সোমবার দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বরাহারে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করতে এসে এমনই মন্তব্য করতে দেখা গেছে শুভেন্দু অধিকারী কে। যাকে ঘিরেই জোর আলোচনা এখন সুকান্তর খাসতালুকে। এদিন বিকেলে সুকান্তর সমর্থনে সভা করতে এসে প্রথমে মঞ্চে উঠেই আদালতের নির্দেশে প্রায় ২৫ হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে চোর ধরো, চোর ধরো শ্লোগান দিতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে। যে ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবিও তুলেছেন তিনি। আর এরপরেই সুকান্তর হয়ে ভোট চাইতে গিয়ে রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমুখী প্রকল্পকেই সামনে এনেছেন তিনি। তার কথায় রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে পরের মাস থেকেই লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে তারা অন্নপূর্ণা ভান্ডার চালু করবেন। যেখানে মহিলারা এক হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা করে পাবে। শুধু তাই নয় বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লোকশিল্পী ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তপশিলী ভাতা সহ রাজ্য সরকারের প্রদানকারী প্রায় সমস্ত ভাতাকেই এক হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করবার কথা শুনিয়েছেন। আর যাকে ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে গোটা বালুরঘাট লোকসভা কেন্দ্রে। তবে কি মমতার দেখানো পথেই হাটছে বিজেপি ? উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রকাশ্য সভায় শুভেন্দুর করা মন্তব্য কে ঘিরে এখন এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কুমারগঞ্জের বাসিন্দাদের মধ্যে।