চেপানি এলাকা থেকে লক্ষাধিক টাকার খয়ের কাঠ বাজেয়াপ্ত করল বন বিভাগ
আলিপুরদুয়ার: সোমবার শামুকতলা থানার চেপানি এলাকা থেকে খয়ের কাঠ বাজেয়াপ্ত করল বন বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ। গোপন সূত্র মারফত বন বিভাগ জানতে পারে, চেপানি এলাকার একটি বাড়ির বাঁশ বাগানে খয়ের কাঠ লুকিয়ে রাখা হয়েছে। সেইমতো এদিন সকালে অভিযান চালান বন বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের বন কর্মীরা। অভিযানে আনুমানিক ১৮-২০ কুইন্টাল খয়ের কাঠ বাজেয়াপ্ত করা হয়। ওই পরিমাণ কাঠের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। কাঠ গুলি কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বন বিভাগ।