এসএসসি’র নিয়োগ প্যানেল বাতিলের সরগরম পরিস্থিতির মধ্যেই চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের ঘটনায় জেল হেফাজতে আইনজীবী

0
182

এসএসসি’র নিয়োগ প্যানেল বাতিলের সরগরম পরিস্থিতির মধ্যেই চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের ঘটনায় জেল হেফাজতে আইনজীবী । দোষী সাব্যস্ত ব্যক্তিকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক । চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলায় ।

চাকরি দেওয়ার নামে এবারে টাকা আত্মসাতের অভিযোগে এক আইনজীবীকে ৭ বছর জেল হেফাজতের নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালত । এদিন বালুরঘাট জেলা আদালতের সিজেএম কোর্টের বিচারক গৈরিক রায় এই নির্দেশ দিয়েছেন । এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টের চাকরি বাতিল নির্দেশের সরগরম পরিস্থিতির মধ্যেই এমন ঘটনা যথেষ্টই আলোড়ন ফেলেছে দক্ষিণ দিনাজপুর জেলায় । জেলা আদালত সূত্রের খবর, ২০১৯ সালের ডিসেম্বর মাসের ৩০ তারিখে অভিযুক্ত আইনজীবী চন্দন মোহন্তের নামে অভিযোগ দায়ের করেন কুমারগঞ্জের বাসিন্দা তথা চাকরি প্রার্থী সুব্রত রায় । তাঁর অভিযোগ, চাকরি দেওয়ার নামে বংশীহারীর কুশকারীর বাসিন্দা ওই অভিযুক্ত আইনজীবী চন্দন মহন্ত ১০ লক্ষ টাকা নিয়েছিলেন । সেই মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বালুরঘাট জেলা আদালত । এদিন সেই ঘটনায় সাজা শুনিয়েছেন বিচারক । আদালত সূত্রের খবর, দোষী সাব্যস্ত আইনজীবীকে ৪২০ ধারায় সাত বছর বিনাশ্রম কারাদণ্ড সহ ৫ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন বিচারক । অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে । একই সাথে ৪০৬ ধারায় তিন বছর কারাদণ্ড সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক । পাশাপাশি ৪৬৮ ধারায় ৭ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে । এবং ৪৭১ নম্বর ধারাতেও অভিযুক্তের সাজা শুনিয়েছেন বিচারক । এখানে ৭ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে । অনাদায়ে আরও তিন মাস জেল হেফাজতে থাকতে হবে দোষী সাব্যস্ত ওই আইনজীবীকে বলে আদালত সূত্রের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here