বন্য জন্তুর তান্ডবে অতিষ্ট সাধারণ মানুষ

0
125

আলিপুরদুয়ার: বন্য জন্তুর তান্ডবে অতিষ্ট সাধারণ মানুষ। জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে বেড়িয়ে লোকালয়ে চলে আসে হাতির দল, কখন ও বাইসন আবার বা কখন ও গণ্ডার। বন্যজন্ত কখনো দিনে কখনো রাতে এসে তান্ডব চালায়।

আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া, শালকুমার বেঙ্কঢাকি, চিলাপাতা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা বন্যজন্তুর তাণ্ডবে অতিষ্ট।

বুনো হাতির দল কখন ও বা গ্ৰামে প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর চালায় কোনোসময় সুপারি, ভুট্টা,কলাবাগান সহ বিভিন্ন ফসল নষ্ট করে।

এই এলাকার কৃষকরা ফসল ঘরে তুলতে পারেন না ।গ্রামবাসীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে বন্যজন্ত । বন্যজন্তুর তাণ্ডবে অনেকেই অতিষ্ট হয়ে অন্যত্র চলে যাচ্ছে

গ্রামবাসীদের দাবি যেনো বনদপ্তর ভালো করে দেখাশোনা করে। অনেকবার ক্ষতি হলে আবেদন করেও কোনো সময় তারা সঠিক ক্ষতিপূরণ মিলেনা বলে অভিযোগ।

জলদাপাড়া ADFO নবোজিৎ দে ফেন্সিং তাঁর দিয়ে হাতিকে আটকানো সম্ভব নয়, কোনো সময় গাছ ফেলিয়ে রেখে তাঁর ছিঁড়ে চলে যায়। আমরা চেষ্টা করছি আমাদের স্টাফ দেখাশোনা করছে। যাঁদের ক্ষতিপূরণ হয়েছে তাঁরা সঠিক নিয়মে আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here