বিশ্ববিদ্যালয় ইশ্যু! বিজেপির অপপ্রচার নিয়ে সুকান্তকে বিঁধলেন ব্রাত্য। হাততালিতে ভরে উঠল বালুরঘাটের হিলি মোড় চত্বর

0
60

বিশ্ববিদ্যালয় ইশ্যু! বিজেপির অপপ্রচার নিয়ে সুকান্তকে বিঁধলেন ব্রাত্য। হাততালিতে ভরে উঠল বালুরঘাটের হিলি মোড় চত্বর

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৩ এপ্রিল ——– বিশ্ববিদ্যালয় ইস্যুতে বিজেপির অপপ্রচার নিয়ে সুকান্তকে কে বিঁধলেন ব্রাত্য। সোমবার রাতে বালুরঘাট শহরের হিলি মোড়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা আয়োজিত পথসভা থেকে বিদায়ী সাংসদ কে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ২০২০ সালে বালুরঘাটে যে বিশ্ববিদ্যালয়টি মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করলেন তা নিয়েই বিজেপি একটি প্রচার চালাচ্ছে। যেখানে তারা বলছে এই বিশ্ববিদ্যালয়টি নাকি বালুরঘাট থেকে গঙ্গারামপুরে সরিয়ে নিয়ে যাওয়া হবে। যে প্রসঙ্গ তুলেই ওইদিন পথসভা থেকে শিক্ষামন্ত্রী শহরের বাসিন্দাদের আশ্বস্থ করে বলেন, এই বিশ্ববিদ্যালয় বালুরঘাটে ছিল, আছে এবং থাকবে। খোদ শিক্ষামন্ত্রীর কাছ থেকে এমন কথা শুনতে পেয়েই হাততালিতে ভরে ওঠে শহরের হিলি মোড় চত্বর। শুধু তাই নয় তিনি আরো বলেন বিষয়টি পুর্তদপ্তরের কাছে স্যাংশনও হয়ে গেছে। একইসাথে এদিনের ওই পথসভা থেকে তিনি প্রশ্ন তুলেছেন এই বিশ্ববিদ্যালয়ের জন্য সাংসদ তহবিল থেকে কত টাকা এসেছে ? যা নিয়ে বিদায়ী সাংসদ সুকান্তকে কটাক্ষ করতেও পিছপা হননি শিক্ষামন্ত্রী। তিনি বলেন শুন্য টাকা এই বিশ্ববিদ্যালয়ের জন্য দিয়েছেন বিদায়ী সাংসদ। এরপরেই বুনিয়াদপুরের ওয়াগন ফ্যাক্টরী বন্ধ করে দেওয়া নিয়ে সুকান্তকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ব্রাত্য বসু। তিনি বলেন, ওটা যেহুতু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাই সেটি বন্ধ করে দেওয়া হল। সেখানে কর্মসংস্থান হলে কাদের লাভ হতো এই প্রশ্নও সুকান্তকে উদ্দেশ্য করে ছুড়েছেন শিক্ষামন্ত্রী। খোদ শিক্ষামন্ত্রীর মুখ থেকে বিদায়ী সাংসদ কে লক্ষ্য করে উঠে আসা এমন সব জোড়ালো প্রশ্নে কার্যত হাততালিতে ভরে ওঠে শহরের হিলি মোড় চত্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here