সুকান্তর পাশে নেই তার অধ্যাপক বন্ধুরাও! বালুরঘাটে অধ্যাপকদের নিয়ে পথসভা করে বিদায়ী সাংসদ কে চ্যালেঞ্জ ব্রাত্য বসুর

0
92

সুকান্তর পাশে নেই তার অধ্যাপক বন্ধুরাও! বালুরঘাটে অধ্যাপকদের নিয়ে পথসভা করে বিদায়ী সাংসদ কে চ্যালেঞ্জ ব্রাত্য বসুর

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৩ এপ্রিল ——– অধ্যাপকের সমর্থনে কেন একজন অধ্যাপককেও রাস্তায় নামতে দেখা যায় না! সুকান্তর গড়ে অধ্যাপকদের নিয়ে পথসভা করে জোড়ালো প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুধু তাই নয় তার দাবি বিদায়ী সাংসদের পদযাত্রায় শুধুমাত্র মাথায় ফেট্টিবাধা কিছু হুলিগানকেই দেখা যায়। কোন অধ্যাপক বা মাস্টারমশাই কে দেখা যায়না। যা অত্যন্ত দু:খের বিষয়।একজন অধ্যাপকের সাথে ভোট প্রচারে সবার আগে অধ্যাপকদেরই থাকা উচিত। কিন্তু সেধরনের কিছুই দেখা যায়না এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে। তিনি আরো বলেন, যে বিশ্ববিদ্যালয়ে মাননীয় সুকান্ত বাবু পড়ান তার অধ্যাপকরাও বালুরঘাটে এসে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ভোট চাইছে। কিন্তু কেন জানি না তার সমর্থনে আজো কাউকে নামতে দেখা যায়নি। তাই সাধারণ মানুষকে ভাবতে হবে কেন অধ্যাপক সমাজ বিপ্লব মিত্রের হয়ে ভোট চাইতে রাস্তায় নেমেছে। সোমবার রাতে বালুরঘাট শহরের হিলি মোড়ে ওয়েবকুপার আয়োজিত পথসভা থেকে এভাবেই বিজেপি প্রার্থীকে কটাক্ষ করতে দেখা যায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কে। এখানেই শেষ নয়, সুকান্তর গড়ে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে চ্যালেঞ্জও ছুড়েছেন শিক্ষামন্ত্রী। তার কথায়, আমি আবারো বলছি এই অধ্যাপকদের নিয়ে তার কলিকদের নিয়ে মাননীয় সাংসদ বালুরঘাটে একটা মিটিং করে দেখান। যেখানে কোন অধ্যাপককেই পাবেন না বলেও চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। এদিন তার বক্তব্যে উঠে আসে সুকান্তর দত্তক নেওয়া চকরাম প্রসাদ গ্রামের বিষয়ও। তিনি বলেন, প্রত্যেক সাংসদ একটি করে গ্রাম দত্তক নিয়েছেন। কিন্তু তিনি বুঝে উঠতে পারছেন না মাননীয় সাংসদের দত্তক নেওয়া গ্রামের মানুষেরা কেন খড়গহস্ত হয়ে উঠছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here