দার্জিলিং:-
নির্বাচন কর্মীরা আজ দার্জিলিং জেলার অন্তর্গত প্রত্যন্ত গ্রামীণ পর্যটন স্পট সিরখোলা রামমাম এবং সামানডেনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।এখানে তিনটি ভোটকেন্দ্র রয়েছে।যেখানে দুই হাজার ভোটার রয়েছে।দার্জিলিং জেলায় ২৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।আর যেহেতু এটি একটি প্রত্যন্ত এলাকা,তাই পুরো দলটি আজই চলে গেছে।দার্জিলিং থেকে সিরিখোলা যেতে আরও ৪ ঘণ্টা লাগবে।এরপর নির্বাচনী কর্মীরা পায়ে হেঁটে পৌঁছাবেন।এই এলাকাটি একটি জনপ্রিয় গন্তব্য।