কোচবিহার
ফের বোমা উদ্ধার শীতলকুচিতে । ভোট শেষের কয়েকদিন কাটতে না কাটতেই বুধবার বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন শীতলকুচি ব্লকের পূর্ব শীতলকুচি গ্রামে খুটামারা নদীর পাড়ে বোমা গুলি স্থানীয়দের নজরে আসে। খবর দেওয়া শীতলকুচি থানার পুলিশকে । পুলিশ বোমা গুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কারা নদীর পাড়ে বোমা গুলি রেখে গেলো এনিয়ে উদ্বিন্গ্নে
রয়েছেন এলাকার বাসিন্দারা। এবিষয়ে শীতলকুচি থানার পুলিশ জানিয়েছে , ঘটনাস্থল থেকে পাঁচটি সকেট বোমা উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত করা হবে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ফের বোমা উদ্ধার শীতলকুচিতে । ভোট শেষের কয়েকদিন কাটতে না কাটতেই বুধবার...