বালুরঘাট লোকসভা কেন্দ্র একনজরে

0
127

বালুরঘাট লোকসভা কেন্দ্র একনজরে

মোট ভোটার ১৫ লক্ষ ৬১ হাজার ৯৬৬ জন
মহিলা: ৭ লক্ষ ৬৩ হাজার ৬৬৮ জন
পুরুষ: ৭ লক্ষ ৯৮ হাজার ২১৭ জন
তৃতীয় লিঙ্গ: ৮১ জন
শেষ বিধানসভা থেকে ভোটার বেড়েছে ৩৪ হাজার

প্রার্থী
১৩ জন

ভোট পরিকাঠামো
মোট বুথ: ১৫৬৯ টি (1331 টি দক্ষিণ দিনাজপুর)
সেক্টর: ১৬৭টি
ভোট কর্মী: ৬৪০৮ জন
পুরোপুরি মহিলা পরিচালিত বুথ ৩৬টি
ডিসিআরসি: ইটাহার বিধানসভার জন্য রায়গঞ্জ পলিটেকনিক কলেজ। কুশমন্ডি এবং হরিরামপুর বিধানসভার জন্য বুনিয়াদপুর কলেজ। বাকি সবগুলির জন্য বালুরঘাট কলেজ।

নিরাপত্তা ব্যবস্থা…
৭৩ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী
১৪৬ পুলিশ সেক্টর, ২৭ টি আর টি,
তিন হাজার রাজ্য পুলিশ।

১৯৫০ হেল্পলাইন নম্বর।
প্রত্যেক পোলিং স্টেশনে ওয়েবকাস্টিং ক্যামেরা আছে।
কেন্দ্রীয় বাহিনী প্রত্যেক বুথে ৪ জন করে থাকছে।
মোবাইল ব্যবহার নিষিদ্ধ ভোট গ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ।
ভোটের ছবি তোলা যাবে না।
ক্রিটিকাল ২৮৪ পোলিং স্টেশন(গঙ্গারামপুর ৮৩, কুশম্নডি ৫২, কুমারগঞ্জ ২০, বালুরঘাট ৪২, তপন ৩৮, হরিরামপুর ৪৬,
ইটাহারে প্রায় ৪০ টি)
মাইক্রো অবজারভার থাকছে ক্রিটিকাল সমস্ত পোলিং স্টেশনে।
হিলি বর্ডার বন্ধ থাকছে ভোট পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here