জলপাইগুড়ি:-
সাফল্য বনদফতরের। পাচারের পথে লক্ষাধিক টাকার চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করল বনদফতরের চালসা রেঞ্জ ও ডায়না রেঞ্জের বনকর্মীরা। বৃহস্পতিবার রাতে চালসা রেঞ্জের বনকর্মীদের কাছে খবর আসে একটি ছোট গাড়িতে করে সেগুন কাঠ পাচার করার পরিকল্পনা হয়েছে। আর সেই মতো নাগরাকাটার খুনিয়া এলাকায় বনকর্মীদের একটি দল ওত পেতে বসেছিল।প্লাস্টিকের আড়ালে একটি ছোট গাড়ি দ্রুত গতিতে নাগরাকাটা থেকে জাতীয় সড়ক ধরে চালসার দিকে যাচ্ছিল। সন্দেহজনক ওই গাড়িটির পিছন ধাওয়া করে বনকর্মীরা।এরপর গাড়িটি মহাবাড়ি এলাকায় হঠাৎ করে দার করিয়ে দেয়।গাড়িতে থাকা চালক সহ দুজন পালিয়ে যায়। বনকর্মীরা গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় সেগুন কাঠ। গাড়ির পিছনে ত্রিপালের আড়ালে ছিল চোরাই সেগুন কাঠ। শেষমেষ বাজেয়াপ্ত করা হয় সেগুন কাঠ সহ ছোট গাড়িটি। নিয়ে আসা হয় চালসা রেঞ্জ অফিসে। যদিও এই দিনের অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। চালসার রেঞ্জার প্রকাশ থাপা বলেন, ছোট গাড়ি সমেত লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে।