রবিবার ছুটির দিনকে কাজে লাগিয়ে এক বাইক র্যালির মাধ্যমে প্রচার সাড়লেন উত্তর মালদা বিজেপি প্রার্থী খগেন মুর্মু | জানাযায় পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর গ্রাম থেকে এক বাইক র্যালি আয়োজন করা হয় | এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মূ, বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি সভাপতি রুম্পা রাজবংশী, মুচিয়া অঞ্চল প্রধান পলি দাস, মালদা জেলা এস সি মোর্চার জেনারেল সেক্রেটারি অসিত কুমার সরকার সহ বিজেপির আরও নেতৃত্ব | মুচিয়া, সাহাপুর, ও মঙ্গলবাড়ী মোট তিনটি অঞ্চল ঘুরবে আজকের এই বাইক র্যালিটি বলে জানা যায়