মালদা:- ভিন রাজ্যে কাজে গিয়ে খুন মালদহের পরিযায়ী শ্রমিক। বাড়ির একমাত্র রোজগারের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। তাদের ছেলেকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে এমনটাই অভিযোগ পরিবারের। ঘটনা মালদহের মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের লস্করপুর এলাকার। জানা গেছে, মৃত যুবকের নাম প্রকাশ মহলদার (৩৬), বিগত দুই মাস আগে কাজের খোঁজে ভিন রাজ্য কেরলে যায়। গ্রামের বাড়িতে রয়েছে স্ত্রীর সহ তিন সন্তান এবং বাবা মায়ের খরচও চালাতেন ভিন রাজ্য থেকে। তবে ভাগ্যের পরিহাস শনিবার রাতে দুষ্কৃতীদের হাতে খুন হতে হয় ওই যুবককে। এই মর্মে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেফতারও করে কেরল পুলিশ বলে খবর।
তবে প্রশ্ন ভিন রাজ্যে যাওয়া হাজারো মানুষদের জীবনের নিশ্চয়তা কি? কাজের খোঁজে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যান বহু পরিযায়ী শ্রমিক কিন্তু বারবার এরকম ঘটনার সম্মুখীন হতে হচ্ছে অনেককে। ফলে দুশ্চিন্তায় ভুগছেন সকলে। এ প্রসঙ্গে মৃতের বাবা হাবলু মহলদার জানান, ছেলের রোজগারে চলতো সংসার। এরকম ঘটনাই শোকাহত পরিবার। তবে প্রশাসনের কাছে আর কি আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছ পরিবার এবং শীঘ্রই দেহ আনা হয় তার ব্যবস্থার করার জন্য আর্জি জানাচ্ছে প্রশাসনের কাছে।