বালুরঘাটে স্টেশনের জলাধার থেকে অজ্ঞাত ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার কে ঘিরে রহস্য! খুন না অন্যকিছু, ধন্দে পুলিশ
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৯ এপ্রিল ——– রেলস্টেশনের জলাধার থেকে এক অজ্ঞাত ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার কে রহস্য। সোমবার দুপুরে বালুরঘাট রেলস্টেশন থেকে সামান্য দূরে রেলের জায়গায় অবস্থিত জলাভূমি থেকেই উদ্ধার হয় ওই পচাগলা মৃতদেহটি। যাকে ঘিরেই তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এলাকায়। যে ঘটনার খবর পেয়েই এলাকায় পৌছে ওই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় বালুরঘাট থানার পুলিশ। তবে ওই মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও কিছুই জানতে পারেনি পুলিশ। এদিকে সদ্য দ্বিতীয় দফার নির্বাচন শেষ হতেই নির্জন এলাকায় রেলের জলাধার থেকে এমন রহস্যজনক ভাবে ওই অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে রীতিমতো রহস্য দানা বেধেছে এলাকায়। খুন করেই কি নির্জন এলাকায় ওই ব্যক্তির মৃতদেহ ফেলে রেখে গেছে দুস্কৃতিরা, না এর পিছনে অন্য কোন কারন রয়েছে। যা নিয়েই জোর তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দা দীপঙ্কর দাস বলেন, রেলের জায়গায় অবস্থিত ওই জলাধারের মধ্যে একটা দেহ ভেসে থাকতে দেখেই পুলিশকে খবর দিয়েছেন তারা। কার দেহ সেব্যাপারে তারা কিছুই জানেননা। পুলিশ তদন্ত করলেই পুরো ঘটনা জানতে পারবে।
বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা জানিয়েছেন মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।