মারুতির সঙ্গে বাইক ও টোটোর ধাক্কায় আহত দুইজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের সেলিমাবাত এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত যুবকের নাম গোপাল পাল বয়েস ২৮ বছর ও চৈতন্য হালদার বাড়ি হালদারপাড়া ছয় নম্বর ওয়ার্ডে। আহতদের অভিযোগ প্রাক্তন চেয়ারম্যান এর ভাস্তা শুভ বর্মন মধ্যক অবস্থায় মারুতি নিয়ে বুনিয়াদপুরের দিকে আসছিল। রায়গঞ্জ থেকে বুনিয়াদপুর এর দিকে আসার সময় মধ্যক অবস্থায় থাকার কারণে বুনিয়াদপুর পুলিশ পারি পার করি সেলিমাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটোকে সজরে ধাক্কা মারে, তারপর পাশেষে দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা মারার পর রাস্তার ধারে একটি লেম্প পোস্টে ধাক্কা মারে। আহত হয় একজন পথ যাত্রী ও বাইক চালক। স্থানীয়দের সহযোগিতায় তরী ঘড়ি আহতদের নিয়ে আসা হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পড়ে গুরুতর আহতকে পাঠানো হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ ও পুরো ঘটনার তদন্ত শুরু করে।
এই বিষয়ে আহত গোপাল পাল ও চৈতন্য হালদার জানিয়েছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান অখিল বর্মনের ভাস্তা শুভ বর্মন তার বন্ধু দের নিয়ে মধ্যক অবস্থায় মারুতি চালাচ্ছিল। একটি নাইট বাস পাস দিয়ে যাবার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে টোটোতে তার পর বাইক ও পাশে ল্যাম্প পোস্টের ধাক্কা মারে। এরা সবায় মধ্যক অবস্থায় ছিলই বলে এরকম দুর্ঘটনা ঘটেছে।
এই বিষয়ে টোটো চালক অসীম পাল জানিয়েছেন প্রাক্তন চেয়ারম্যান এর ভাস্তা শুভ বর্মন মধ্যক অবস্থায় থাকার কারণে মারুতি নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে টোটোতে তার পর বাইকে ধাক্কা মারার পর ইলেকট্রিক পোল ধাক্কা মেরে দেয়।