উত্তর মালদা এবং দক্ষিণ মালদা দুই প্রার্থীর সমর্থনে প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঐতিহাসিক জনজোয়ার। সারা রাস্তা দুই পাশে জন জোয়ারে ভাসলো মালদা শহর। মিছিল ৪২০ মোড়ে শুরু হয় এবং শেষ হয় রবীন্দ্র ইভিনিউ। সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে ফুল দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছাড়াও মিছিলে ছিলেন মালদার দুই প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং সাহনেওয়াজ আলী রায়হান, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, তৃণমূলের জেলা সভাপতি আবদুল রহিম বকসি, শহর সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারী, যুব নেতা সৌমিত্র সরকার, এমডি অভিষেক, বুবাই গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ব।