মাথাভাঙ্গা:মাথাভাঙ্গায় এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যে ছড়িয়ে পড়লো। মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোলকগঞ্জ এলাকার ঘটনা।জানা গেছে মৃত ওই শ্রমিক নেপাল বর্মন গোলকগঞ্জ এলাকায় একটি প্লাইউড মিলে শ্রমিকের কাজ করতেন।এদিন কাজ শেষে বাড়ি থেকে পেমেন্ট নিতে এসে একটি চায়ের দোকানে চা খাওয়ায় সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়, মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরাও। গরমের কারনেই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা স্থানীয়দের।