ট্রাকের ভেতর গোপন চেম্বার,বানিয়ে মদ পাচারের ছক বানচাল করলো পুলিশ

0
50

ট্রাকের ভেতর গোপন চেম্বার,বানিয়ে মদ পাচারের ছক বানচাল করলো পুলিশ।

শিলিগুড়ি:-

একদিকে ভুয়ো নাম্বার প্লেট,তার উপর মদ পাচার।পাচারকারীদের এমন কর্মকান্ডে চক্ষু চরকগাছ পুলিশের। ট্রাকের দুটি ভুয়ো নাম্বার প্লেট বানিয়ে আসাম থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ।তবে মঙ্গলবার রাত্রে বাগডোগরা এলাকায় ঢুকতেই পানিঘাটা মোড়ে ট্রাকটিকে আটক করে বাগডোগরা থানার পুলিশ।শুরু হয় তল্লাশি।আর তল্লাশিতেই মেলে লক্ষাধিক টাকার বিদেশী মদ।পুলিশ সূত্রে খবর,এদিন আসাম থেকে বিহারের উদ্দেশ্যে ভুয়ো নম্বর ব্যবহার করে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল মদগুলি।ট্রাকের ভেতর গোপন কেবিন বানিয়ে উপরে প্লাইবোর্ড লাগিয়ে মদগুলি বিহারে পাচারে ছক ছিল পাচারকারীদের।ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় বাগডোগরা থানার পুলিশ।ধৃতরা হলেন অজয় কুমার,বিহারের বৈশালীর বাসিন্দা ও জাকিরুল ইসলাম,আসামের বঙ্গাইগাও এর বাসিন্দা বলে জানা গিয়েছে।ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here