হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যেমকেন্দুয়া এলাকার নিচু পাড়ায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি বাড়ি

0
78

মালদাঃ—- হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যেমকেন্দুয়া এলাকার নিচু পাড়ায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি বাড়ি।জানা গিয়েছে রান্না করার সময় উনন থেকে বাড়িতে আগুন লাগে দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপে ছেয়ে যায় গোটা বাড়িতে। এলাকাবাসী দেখতে পেয়ে ছুটে আছে আগুন নেভানোর চেষ্টা করে। কোনক্রমে আগুন নিয়ন্ত্রণ আসলেও ওই বাড়ি সহ বাড়িতে থাকা যাবতীয় জিনিস পত্র পুরো ছারখার হয়ে যায় বাড়িতে থাকা ছাগলও ভেরা সব পুড়ে ছারখার হয়ে যায় কোন জিনিস বের করতে পারিনি বলে জানিয়েছেন এলাকাবাসী।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে হবিবপুর থানা আইসি সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।বাড়িতে রয়েছে দুই ছেলে বড় ছেলে ও তার স্ত্রী এবং ছোট ছেলে ভারসাম্যহীন।তারা কেউ বাড়িতে ছিল না।উননে রান্না বসিয়ে চাল আনতে গিয়ে হঠাৎই আগুন ধরে যাই কিছু বোঝার আগেই দাও দাও করে জ্বলে উঠে গোটা বাড়িতে আগুন।কান্নায় ভেঙে পড়ে বাড়ির মালিক আরতী মন্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here