আলিপুরদুয়ার: অ্যাসট্রো ফিজিক্স নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানী হতে চায় উচ্চ মাধ্যমিকের প্রথম অভিক দাস। তাঁর বাড়ি আলিপুরদুয়ার পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে। সে ম্যাকউইলিয়াম স্কুলের ছাত্র।তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।
মাধ্যমিক ২০২২-এ রাজ্যে চতুর্থ হয়েছিল এই পড়ুয়া। এবারে একবারে প্রথম স্থান অর্জন করবেন তা তিনি বুঝতে পারেননি।তবে আশা ছিল প্রথম পাঁচে থাকবেন। পড়াশুনো ব্যাতিত কিছুই করতেন না তিনি। দিনে ৮-১০ ঘন্টা পড়াশুনো করতেন