উচ্চ মাধ‍্যমিকে রাজ‍্যে নবম আলিপুরদুয়ারের অন্বেষা দত্ত

0
119

আলিপুরদুয়ার: সকাল সাড়ে দশটায় ঘুম থেকে উঠেও উচ্চ মাধ‍্যমিকে রাজ‍্যে নবম আলিপুরদুয়ারের অন্বেষা দত্ত।যাদবপুর ইউনিভার্সিটিতে ইংরেজি বিষয় নিয়ে পড়াশুনোর ইচ্ছে তার।

আলিপুরদুয়ার ও কোচবিহার সীমানায় অবস্থিত খোলটা এলাকায় বসবাস অন্বেষা দত্তর।একান্নবর্তী পরিবারের মেয়ে।এলাকাটি এমন যেখানে মেয়েদের বিয়ে যত তাড়াতাড়ি দেওয়া যায় তার ব‍্যবস্থা করেন বাবা,মায়েরা।সেখানে দাঁড়িয়ে মেয়েকে শিক্ষিত করার জন‍্য দৃঢ়প্রতিঞ্জ অন্বেষার বাবা।মেয়েকে চার কিলোমিটার দুরে স্কুলে দিয়ে আসা,টিউশনে নিয়ে যাওয়া সব করতেন তার বাবা।অন্বেষা বাবার এই অবদানের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যায়।কলাবিভাগ নিয়ে পড়ে রাজ‍্যে নবম হবেন তা তিনি বুঝতে পারেনি।এই বিষয়ে অন্বেষা জানান,”খুব ভোরে উঠে কখনও পড়িনি।যেটা ভুল হত সেটা বেশি করে পড়তাম।মন যেটা পড়তে বলত সেটাই পড়তাম।”

ইংরেজি বিষয়টি ভালবাসেন অন্বেষা।ভবিষ‍্যতে এই বিষয় নিয়ে যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ে পড়াশুনো করতে চান তিনি।অন্বেষার সাফল‍্যে খুশি গ্রামবাসী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here