১৪ বছরেও মোছেনি ক্ষত! তোলাবাজির প্রতিবাদে খুন হওয়া ব্যবসায়ী পরিতোষ দে কে স্মরণ করে স্মরণসভার আয়োজন

0
91

১৪ বছরেও মোছেনি ক্ষত! তোলাবাজির প্রতিবাদে খুন হওয়া ব্যবসায়ী পরিতোষ দে কে স্মরণ করে স্মরণসভার আয়োজন বালুরঘাটে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ মে ——- তোলাবাজির প্রতিবাদে খুন হওয়া পরিতোষ দে কে স্মরণ করে স্মরনসভার আয়োজন ব্যবসায়ীদের। বুধবার বালুরঘাট শহরের তহবাজারে ব্যবসায়ী সমতির তরফে আয়োজিত হয় এই স্মরণসভা। যেখানে হাজির হয়েছিলেন শহরের প্রায় সমস্ত স্তরের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, বাজারে তোলাবাজদের এক অরাজকতা রুখতে গিয়েই জীবন হারাতে হয়েছিল মাছ ব্যবসায়ী পরিতোষ দে ওরফে আকাল কে। ব্যবসায়ীদের স্বার্থে আন্দোলন করতে গিয়ে যেভাবে তিনি জীবন দিয়েছেন তাকে তারা কোনদিনই ভুলতে পারবেন না। আর যে কারনেই ৮ মে দিনটিকে এমন বিশেষ ভাবে স্মরণ করেন শহরের ব্যবসায়ীরা। প্রসঙ্গত, বালুরঘাট শহরের এই তহবাজার একসময় তোলাবাজদের দখলে ছিল। আর যার জেরে একদিকে যেমন ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল, তেমনি আতঙ্কিত ছিলেন ক্রেতারাও। কেননা বাজারে গেলেই দিনেদুপুরে ছিনতায়ের মতো ঘটনা ঘটত এলাকায়। আর যেসবের বিরুদ্ধেই রুখে দাড়িয়েছিলেন মাছ ব্যবসায়ী পরিতোষ দে ওরফে আকাল। যে কারনেই ২০১১ সালের ৮ মে তারিখে সাতসকালে দুস্কৃতিদের ধারালো অস্ত্রের কোপ ও গুলিতে জীবন হারিয়েছিলেন ওই মাছ ব্যবসায়ী। যার পরেই তোলাবাজদের বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছিল এই শহরের ব্যবসায়ীরা। বন্ধ হয়েছে তোলাবাজি, বন্ধ হয়েছে অরাজকতা পরিস্থিতি। এলাকায় আজো বসানো রয়েছে একটি পুলিশ ফাঁড়ি। মাছ ব্যবসায়ী পরিতোষ দের সেই জীবন বলিদানের কথা ১৪ বছর পরেও ভোলেন নি ব্যবসায়ীরা। আর যে কারনেই পরিতোষ দের সেই জীবন বলিদানের দিনটিকে আজ ব্যবসায়ীরা শহীদ দিবস হিসেবে পালন করেন।

মাছ ব্যবসায়ী লোকনাথ হালদার বলেন, তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেই জীবন হারিয়েছিলেন পরিতোষ দে। তাই প্রতিবছর এই দিনটিকে তারা ব্যবসায়ীরা শহীদ দিবস হিসেবে পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here