তপনের পার্বতীপুরে বাড়ি থেকে কিছুটা দূরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান। তদন্তে পুলিশ। জানা গিয়েছে, মৃতের নাম দুলাল হাঁসদা(২৮), বাড়ি তপন থানার হরসুরা গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির কিছুটা দূরে একটি গাছে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী। খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার অন্তর্গত রামপুর ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নেশা করেছিলেন ওই যুবক। এনিয়ে বাবা বকাবকি করলে অভিমানে গলায় ফাঁসি লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান। যদিও ঠিক কি ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ।
এবিষয়ে মৃতের বাবা বলেন