জলপাইগুড়ি:-
জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাইক ও একটি ছোট চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো একজনের।
জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ডামডিম সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কের ঘটনা।
জানা গিয়েছে, এদিন দুপুরে ৩১নং জাতীয় সড়ক ধরে ডামডিম এর কাছে ওদলাবাড়ির দিক থেকে আসা একটি চার চাকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মোটর বাইকের । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের।
পুলিশ সূত্রে খবর মৃত যুবকের নাম বিষ্ণু রায় (২৫) ওদলা বাড়ির বাসিন্দা। অন্যদিকে, চার চাকায় থাকা সুমিত প্রধান ও বিশ্ব ধামাই নামের দুই যুবককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। ঘটনার জেরে ওই সড়কের যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যহত হয়। মাল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই গোটা ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। মাল থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।
ভিস বাইট👇