শহরকে যানযট মুক্ত করতে দুঃপাল্লার বেসরকারি বাসগুলিকে মাটিগাড়া টার্মিনালে স্থানান্তরিত করার উদ্যগ গ্রহন মেয়র গৌতম দেবের

0
65

শহরকে যানযট মুক্ত করতে দুঃপাল্লার বেসরকারি বাসগুলিকে মাটিগাড়া টার্মিনালে স্থানান্তরিত করার উদ্যগ গ্রহন মেয়র গৌতম দেবের।

শিলিগুড়ি:-

নানান কৌশল অবলম্বন করেও শিলিগুড়ির ট্রাফিক নিয়ন্ত্রণে আনতে পারছেন না শিলিগুড়ি পুরসভা ও পুলিশ প্রশাসন।টোটো,অটো যানবাহনের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে যানজট নিয়ন্ত্রণ করা একপ্রকার নাগালের বাইরে চলে গেছে প্রশাসনের হাত থেকে।এই অব‍্যবস্থা বারংবার পুলিশ বা পরিবহন দপ্তরের সঙ্গে আলোচনা করেও লাভের লাভ কিছুই হয়নি।বর্তমানে জংশন এলাকা সবচেয়ে বেশি যানজটের সৃষ্টি হচ্ছে।মূলত এখানে থাকা তেনজিং নোরগে বাস টার্মিনাস ও রাস্তায় দাঁড়িয়ে থাকা বেসরকারি বাসের কারণে।এই দিক বিবেচনা করে বুধবার পুরসভা সভাকক্ষে তেনজিং নোড়গে বাস টার্মিনাস আধিকারিক,পুলিশ,এমভিআই সহ একাধিক আধিকারিকদের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব‍্যবস্থা নিয়ে আলোচনা সারেন মেয়র গৌতম দেব।তেনজিং নোরগে বাস টার্মিনার্সকে আরো ভালোভাবে ঢেলে সাজিয়ে ও তার প্রবেশ ও বাইরে যাওয়ার পথকে প্রসস্থিকরণ করে ওই এলাকাকে যানজট মুক্ত করাই তার মূল লক্ষ্য বলে জানান মেয়র গৌতম দেব।পাশাপাশি সেখানে থাকা বড় বড় বেসরকারি বাসগুলিকে মাটিগাড়া পরিবহন নগরে পাঠিয়ে ওই জায়গাকে যানজট মুক্ত করতে চান তিনি।তবে পরিবহন নগরে বেশ কিছু পরিকাঠামগত কাজ রয়েছে যা দ্রুত শেষ করেই এই উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here