গবাদি প্রাণীর টীকাকরণ কর্মসূচি শুরু করল জলদাপাড়া বনবিভাগ

0
152

গবাদি প্রাণীর টীকাকরণ কর্মসূচি শুরু করল জলদাপাড়া বনবিভাগ

জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের এক শৃঙ্গ গণ্ডারের অন্যতম বাসস্থান ও বিচরণ ক্ষেত্র এছাড়াও এখানে রয়েছে অনান্য বহু বন্যপ্রাণীর বসবাস।

জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন ২০ টি গ্রামে সুহাসিনী, মধ্য সাতালী, কোদালবস্তী, পশ্চিম সাতালী, জলদাপাড়া, মালঙ্গী, নতুন পাড়া ইত্যাদি এলাকায় গবাদি প্রাণীর টীকাকরণ কর্মসূচি পালন করছে জলদাপাড়া বনবিভাগ।

এই গাবাদি পশুর বিভিন্ন সঙ্গমণ রোগ হয় যেমন গলাফোলা (হ্যামোর‍্যাজিক সেপ্টিসেমিয়া), বাদলা রোগ বা বজবজ (ব্ল্যাক কোয়ার্টার) এবং খু্রাই বা খুর ও মুখের রোগ ( ফুট অ্যান্ড মাউথ ডিজিজ) এই সমস্ত সংক্রমন রোগ রোধ করবার জন্য এই টীকাকরণ করানো হচ্ছে। এর মুখ্য উদ্দেশ্য হল, গবাদি প্রাণীদের উল্লিখিত রোগ থেকে সুরক্ষিত রাখা এবং তাদের থেকে যাতে নিকটবর্তী জঙ্গলের বন্যপ্রাণীদের শরীরে কোনোরকম সংক্রামক ব্যাধি না ছড়িয়ে যায়, তা নিশ্চিত করা। জলদাপাড়া বনবিভাগ বর্ষা শুরু হওয়ার আগেই জলদাপাড়া সংলগ্ন গ্ৰামে ১০,৮০০টি গবাদি প্রাণীর টীকাকরণ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here