রিভিউ’এ নম্বর বাড়ল বালুরঘাটের মেধাবী ছাত্রের

0
5592

রিভিউ’এ নম্বর বাড়ল বালুরঘাটের মেধাবী ছাত্রের । উচ্চমাধ্যমিকে ৪৮৭ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করল জয়দীপ সামন্ত । খুশি জয়দীপের পরিবার সহ সকলেই ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রিভিউ করে রাজ্যে মেধা তালিকায় দশম স্থান করে নিল বালুরঘাটের মেধাবী ছাত্র জয়দীপ সামন্ত । বালুরঘাট হাই স্কুলের ছাত্র জয়দীপ সামন্ত এবারে ৪৮২ নম্বর পেয়েছিল। যে নম্বরে খুশি না হয়ে সে রিভিউ করতে দিয়েছিল। রিভিউ করার পর তার প্রাপ্ত নাম্বার বেড়ে দাড়িয়েছে ৪৮৭। স্বভাবতই জয়দীপ এখন রাজ্যের মেধাতালিকায় দশম স্থান অধিকার করেছে। এদিন জয়দীপ জানিয়েছে, “তার দুটো বিষয়ে রিভিউ করার পর নম্বর বেড়েছে। বাংলা এবং ইতিহাসে রিভিউ করে মোট ৫ নম্বর বেড়েছে তার। সে এখন রাজ্যের মেধাতালিকায় দশম স্থান অধিকার করেছে।

প্রসঙ্গত, শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল জয়দীপ । দীর্ঘদিন ধরে অঙ্কিওলাইসিস স্পন্ডালাইটিস রোগে আক্রান্ত থাকার ফলে বেশিক্ষণ বসে থাকতে পারে না সে। বর্তমানে ব্যাঙ্গালোরের চিকিৎসকের ওষুধ খেয়ে জয়দীপ ভালো আছে। বেলুড় রামকৃষ্ণ মিশনে স্নাতক স্তরের পড়াশোনা করতে আগ্রহী জয়দীপ। সেখানে ইতিহাস বিষয়ে অনার্স পড়ে পরবর্তীকালে ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএস হওয়ার স্বপ্ন রয়েছে তার। জয়দীপের বাবা অসিতকুমার সামন্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং মা অঞ্জনা সামন্ত গৃহবধূ। দুই ভাইয়ের মধ্যে ছোট জয়দীপ ।

জানাগেছে, কুইজ খুব পছন্দের বিষয় জয়দীপের । “ক্লাস ইলেভেনে থাকতে যুব সংসদ প্রতিযোগিতায় কুইজ এ মালদা ডিভিশনে জয়দীপ এবং তার বন্ধু দিব্যতনু চ্যাম্পিয়ন হয়েছিল। তাছাড়া দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ সংস্থার সঙ্গে যুক্তও রয়েছে বালুরঘাটের এই মেধাবী ছাত্র।”

জয়দীপের বাবা অসিত কুমার সামন্ত জানিয়েছেন, “আমি ছেলের ফলাফলে অত্যন্ত খুশি। উচ্চমাধ্যমিকের ফলাফল বেরোনোর পর ও বলেছিল আমার নম্বর বাড়বে। তাই ও রিভিউ করতে দিয়েছিল। ও রাজ্যের মেধাতালিকায় বর্তমানে ৪৮৭ নাম্বার পেয়ে দশম স্থান অধিকার করলো। আমি আমার পরিবার এবং প্রতিবেশীরা তার এই সাফল্যে প্রচন্ড খুশি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here