স্ত্রীকে খুনের অভিযোগে ধৃত স্বামী মন্তাজ সান্তালকে বৃহস্পতিবার আলিপুরদুয়ার মআদালতে পাঠাল বীরপাড়া থানার পুলিশ। বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানের ৮ নম্বর লাইনের বাসিন্দা মন্তাজ সন্থাল তাঁর স্ত্রী ফুলিন সান্তালকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। বুধবার এনিয়ে অভিযোগ দায়ের করেন মৃতার ভাই। বুধবার রাতেই মন্তাজকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আলিপুরদুয়ার আদালতে পাঠানোর পাশাপাশি মৃত ফুলিন সান্থালের মৃতদেহ এদিন ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর স্ত্রীকে খুনের অভিযোগে ধৃত স্বামী মন্তাজ সান্তালকে বৃহস্পতিবার আলিপুরদুয়ার মআদালতে পাঠাল বীরপাড়া...