মালদার কালিয়াচকের মডেল এলাকায় পায়খানার পরিত্যক্ত ট্যাংকিতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে উদ্ধার ৯টি বল বোমা। উদ্ধার বোমাগুলি শনিবার সকালে নিষ্ক্রিয় করল সিআইডি বম্ব স্কোয়াড। এরপর গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল কালিয়াচক থানার পুলিশ। জানা গেছে, শুক্রবার রাতে কালিয়াচক-১নং গ্রাম পঞ্চায়েতের মডেল এলাকায় পায়খানার পরিত্যক্ত ট্যাংকটিতে জোড়ালো বোমা বিস্ফোরণ হয়। জানা গেছে,’ কেউ বা কারা ওই ট্যাংকিতে দুই জার বোমা মজুত করে রেখেছিল। ‘তারমধ্যে একটি জারের বোমায় আচমকা বিস্ফোরণ ঘটে। যদিও এই বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এই খবর পেয়ে শুক্রবার রাতেই কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা এবং কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তারা সারারাত ওই এলাকা কর্ডন করে রাখেন। এরপর শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় সিআইডি বম্ব স্কোয়াড। বন্ধ স্কোয়াডের আধিকারিকরা ঘটনাস্থল থেকে এক জার ভরতি বোমা উদ্ধার করেন। সেই জারে ছিল ১টি বোমা। বোমাগুলি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মালদার কালিয়াচকের মডেল এলাকায় পায়খানার পরিত্যক্ত ট্যাংকিতে বোমা বিস্ফোরণ