এই মুহূর্তে বড় খবর নির্বাচন রেজাল্টের আগেই তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসব উত্তর মালদায়
মালদা—উত্তর মালদায় তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার এমনটাই দাবী করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আগাম বিজয়োল্লাসে মাতলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। এদিন তিনি হবিবপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলের দাল্লা এলাকায় গিয়ে প্রথমে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে প্রথমে কুশল বিনিময় করেন। এরপর তাদের নিয়ে সবুজ আবীর খেলে, একে, অপরকে মুখ মিষ্টি করিয়ে আগাম জয়ের দাবী করে বিজয়োল্লাসে মাতেন।নির্বাচন শেষ হতে এখনো বাকি দুই দফা ভোট তার আগেই উত্তর মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সমর্থনে বিজয় উৎসব করতে দেখা গিয়েছে তৃনমুল কংগ্রেসের প্রার্থী সহ তৃণমূলের কর্মী সমর্থকদের।
বাইট –উত্তর মালদার তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়