বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর

0
206

কোচবিহার
লোকেশন :- মেখলীগঞ্জ

মেখলিগঞ্জ সীমান্তের জামালদহ দ্বারিকামারি পিরাতলি এলাকায় বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর।মৃত যুবকের নাম রাকেশ হোসেন বাড়ি মাথাভাঙ্গা পূর্ব খাটের বাড়ি এলাকায়।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে বাংলাদেশে গোরু পাচারের উদ্দেশ্যে বুধবার রাতে একদল দুষ্কৃতী সীমান্তে জড়ো হয়ে কাঁটাতারের বেড়ার কাছে চলে যায়। বিষয়টি কর্তব্যরত জওয়ানদের নজরে পড়ে।বিএসএফ সাথে সংঘর্ষ বেধে যায় সেই সময় আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। বিএসএফের ছোঁড়া গুলিতে একজন পাচারকারীর মৃত্যু হলেও বাকিরা পালিয়ে যায়।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে।মৃত যুবকের কাকা মোফাজ্জুল হোসেন বলেন ভিন রাজ্যে কাজ করতো বোনের বিয়ের জন্য এসেছিলো বারিতে।গতকাল তাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে জামালদহের কিছু লোক নিয়ে যায়।সেখানে ওদের সাথে গিয়ে দেখেন পাচারের কাজ করছে।তখন বিএসএফ সাথে সংঘর্ষ বেধে যায়।তখন বিএসএফ গুলি চালালে গুলিতে মৃত্যু হয়।তার ওপর এক ভাইকে পুলিশ আটক করেছে।মৃত রাকেশ কখনোই গরু পাচারের সাথে যুক্ত ছিলো না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here