পুরসভার বোর্ড মিটিং ওয়াক আউট সিপিএমের।

0
70

পুরসভার বোর্ড মিটিং ওয়াক আউট সিপিএমের।

শিলিগুড়ি:-

রামকৃষ্ণ মিশনের জমি প্রসঙ্গ তুলতেই শাসক দলের বাধায় পরে বোর্ড মিটিং ওয়াক আউট করলো সিপিএম কাউন্সিলরেরা।পুরসভায় বিরোধীদের বাক রুদ্ধ করার চেষ্টা পুরসভার শাসক দল তৃনমুল কংগ্রেসের।সেই কারনেই এই মিটিং বয়কট বলে জানালেন সিপিএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী।মঙ্গলবার পুরসভা কক্ষে অনুষ্ঠিত হয় এমাসের বোর্ড মিটিং।মিটিং এর মোশন পর্বে সিপিএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী সদ্য ঘটে যাওয়া চর্চিত সেবক রোডের রামকৃষ্ণ মিশন ঘটনা প্রসঙ্গ মিটিং কক্ষে তুলে ধরতেই তাতে বাধা আনেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী।আর তাতেই ক্ষুব্ধ হন সিপিএম কাউন্সিলারেরা।তৎক্ষনাৎ প্রশ্ন করার আবেদন পত্র সভাকক্ষে ছিড়ে সভা বয়কট করেন।তাদের দাবি বিষয়টি ধামাচাপা দিতেই এমন বাক রুদ্ধ করার প্রচেষ্টা শাসক দলের বলে অভিযোগ করেন সিপিএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী।অন্যদিকে মেয়র গৌতম দেব জানান,মিটিং ওয়াক আউট খুবই দুর্ভাগ্যজনক।আমরা চাই বিরোধীরা উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করুক।তবে পুর আইনের উর্দ্ধে গিয়ে সিপিএম বিতর্কিত আলোচনা তোলার চেষ্টা করছিল।এখানে আশ্রমের সমস্থ বিষয়ই প্রকাশ্য এসেছে,ধামাচাপা দেওয়ার কিছুই নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here