শিলিগুড়ি শহরের জল সমস্যা মেটাতে শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় পানীয় জলের পাউচ তৈরি করার জন্য মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করলো PHE।শিলিগুড়ি পুরনিগমের নির্দেশে এই প্ল্যান্ট বসানো হয় বলে জানা যায়।এর মাধ্যমে পরিশ্রুত পানীয় জলের পাউচ তৈরি করা হচ্ছে।বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ শান্তিনগর এলাকায় এই প্লান্টে কাজ চলছে।ফুলবাড়ি,একটিয়াশাল সহ ৬টি জায়গায় এই মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানো হয়েছে।আজ সকাল থেকে দক্ষিণ শান্তিনগর এলাকার প্লান্টে থেকে ৪০ হাজারের বেশি জলের পাউচ তৈরি করা হয়েছে।এই জলের পাউচ প্রথমে শিলিগুড়ির বিভিন্ন বরোতে যাবে।এরপর সেই জল সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর পানীয় জলের পাউচ তৈরি করার জন্য মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করলো...