ভোটের ফলাফলে তৃণমূলের জয়ের জন্য যজ্ঞ এবং পুজো দিলেন তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইক

0
74

আলিপুরদুয়ার। আর মাত্র দুদিন, তারপরই আগামী মঙ্গলবার অর্থাৎ, ৪ জুন ঘোষণা হবে লোকসভা ভোটের ফলাফল। তার আগে রবিবার যজ্ঞ এবং পুজো দিলেন আলিপুরদুয়ার লোকসভার তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক। এদিন আলিপুরদুয়ার নিউটাউন দুর্গাবাড়িতে জয়ের জন্য পুজো দিতে দেখা যায় প্রকাশ চিক বরাইককে। পাশাপাশি ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরাও। এ বিষয়ে তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক বলেন, ‘এই নির্বাচনের ৪২টি আসনে যাতে তৃণমূল জয়ী হয় সেই প্রার্থনাই করলাম।’গত ১৯ এপ্রিল আলিপুরদুয়ার লোকসভায় নির্বাচন হয়েছে, এরপর প্রায় দেড় মাসের অপেক্ষা শেষে আগামী মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। ফলে উচ্ছসিত সকল শিবিরই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here