পুকুরের জলে বিষ মিশিয়ে মাছ নষ্ট , ক্ষতির পরিমাণ লক্ষাধিক।

0
163

পুকুরের জলে বিষ মিশিয়ে মাছ নষ্ট , ক্ষতির পরিমাণ লক্ষাধিক।

সকাল হতেই পুকুর পারে আসতেই চক্ষু চরকগাছ মাছ চাষীর। যেখানে সেখানে জলে ভেসে বেড়াচ্ছে মৃত মাছ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকের শেখপুরা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে লিজে জমির পুকুর নিয়ে মাছ চাষ করেছিলেন মাছ চাষী আমিনুল হক। দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত তিনি। কিন্তু কখনোই এরকম অবস্থায় সম্মুখীন হতে হয়নি তাকে। এ যেন এক নতুন অভিজ্ঞতা। কেউ বা কারা রাতের অন্ধকারে শত্রুতার বসে পুকুরের জলে বিষ মিশিয়ে এরকম কর্মকাণ্ড করেছেন বলে অভিযোগ করেন তিনি। এরকম ক্ষতিতে রীতিমতন ভেঙ্গে পড়েছেন এবং তিনি জানান প্রায় লক্ষাধিক টাকা খুব কষ্ট করে জোগাড় করে মাছ চাষে লাগিয়েছিলেন। বর্তমানে তিনি হতাশার ভুগছেন। এ নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মানিকচক থানায়।
এই ঘটনার সাথে যুক্ত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি রেখেছেন তিনি। মানিকচক এলাকাতে বিভিন্ন জায়গায় এরকম পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ। তবে এরকম ক্ষয়ক্ষতি হলে স্বাভাবিকভাবেই মাছ চাষের সাথে যুক্ত হতে ভয় পাবেন এলাকার মাছ চাষিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here