দুষ্কৃতীদের হুমকির শিকার অবসরপ্রাপ্ত ডিএসপি

0
90

এক সময় তাকে দেখলেই হাড়হিম হয়ে যেত দুস্কৃতিদের।তিনিই আজ দুস্কৃতিদের হুমকির স্বীকার।এমনকি জীবনের ৩৮টা বছর তিনি পশ্চিমবঙ্গ পুলিশের বিভাগে কর্মরত অবস্থায় ছিলেন তারাই আজ তাকে সাহায্যে করা থেকে বিরত।কারন তিনি প্রাক্তন।কর্ম জীবন থেকে যখন অবসর নিয়ে ছিলেন ডিএসপি পদে আসিন ছিলেন তিনি।বিভাগের যে হাত গুলো তখন সেলুট করার জন্য উঠত,আজ তাদের কাছেই হাত জোর করে সাহায্য চাইছেন তিনি।শিলিগুড়ির ২৬ নম্বর ওয়ার্ডে অবসরপ্রাপ্ত ডিএসপি অভিজিৎ সাহার বাড়ির পাশে এক প্রমোটার অবৈধ নির্মান করছেন।এর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।অভিযোগ,এরপরই মাঝ রাস্তায় দাঁড় করিয়ে অভিযোগ তুলে নিতে বলেন কিছু লোক।শুধু তাই নয় অভিযোগ তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।এই বিষয়ে শিলিগুড়ি থানা থেকে শুরু করে পুলিশ কমিশনারকেও বিষয়টি জানান।কিন্তু এখনও অবধি প্রমোটারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন অবসরপ্রাপ্ত ডিএসপি।এই ঘটনার পর নিজেকে অসহায় ও অসুরক্ষিত বোধ করছেন ডিএসপি অভিজিৎ সাহা।স্থানীয় কাউন্সিলর সিক্তা দে বসু রায় বলেন,অবৈধ নির্মাণের অভিযোগ পাওয়ার পরই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।পাশাপাশি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here