মিড ডে মিলের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে অবর বিদ্যালয় পরিদর্শকের সামনে শারীরিক প্রতিবন্ধী প্রধান শিক্ষককে বেধরক মারধরের অভিযোগ

0
117

মালদা :- মিড ডে মিলের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে অবর বিদ্যালয় পরিদর্শকের সামনে শারীরিক প্রতিবন্ধী প্রধান শিক্ষককে বেধরক মারধরের অভিযোগ উঠেছে দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে।মারধর করা হয়েছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের করিয়ালি সার্কেলের দুবোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হককে।চেয়ার দিয়ে আঘাত করে প্রধান শিক্ষকের হাতের দুটো আঙ্গুল জখম করে দিয়েছে।এমনকি জামা কাপড় টেনে ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ।হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান তিনি।ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের করিয়ালি অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে।অভিযোগ উঠেছে ওই স্কুলের সহকারী দুই শিক্ষক সফিকুল ইসলাম ও ভাস্কর মন্ডলের বিরুদ্ধে।পাশাপাশি অভিযোগ উঠেছে এই গন্ডগোলে ওই শারীরিক প্রতিবন্ধী শিক্ষককে মারধর করার উস্কানি দিয়েছেন খোদ বিদ্যালয় পরিদর্শক মনিরুল ইসলাম।যদিও তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তরা।পাশাপাশি ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ উঠেছে,তিনি অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের চেয়ার উঠিয়ে সহকারী শিক্ষকদের মারধর করেছেন।
ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন।ঘটনার তদন্তে নেমেছে পুলিস।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গত ফেব্রুয়ারি মাসে রিয়াজুল প্রধান শিক্ষক হয়ে এই স্কুল যোগদান করেন।দীর্ঘ পাঁচ মাস ধরে মিড ডে মিল নিয়ে স্কুলের প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের মধ্যে গন্ডগোল চলছিল। সেই সমস্ত গন্ডগোলের নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ে পরিদর্শকের দপ্তরে ডেকে পাঠানো হয় দুই পক্ষকেই।অবর বিদ্যালয় পরিদর্শকের সামনে অভিযোগ জানাতে গিয়ে প্রধান শিক্ষক ও দুই সহকারী শিক্ষক হাতাহাতিতে জড়িয়ে পড়েন।একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে।মারপিটে আহত হন প্রধান শিক্ষক রিয়াজুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here