গ্রামের অঙ্গনওয়াড়ি সেন্টারের যাতায়াতের পাকা রাস্তার দাবীতে অন্দোলনে মহিলারা

0
104

পাকা রাস্তার দাবীতে অন্দোলনে মহিলারা । গ্রামের অঙ্গনওয়াড়ি সেন্টারের যাতায়াতের পাকা রাস্তা চেয়ে আন্দোলন । দীর্ঘ দিন কাঁচা রাস্তায় সমস্যা বেড়েছে বাসিন্দাদের । ছোট ছোট ছাত্রছাত্রীরা চরম অসুবিধায় পড়ে সেন্টারে যেতে ।

অঙ্গনওয়াড়ি সেন্টারে যাতায়াতের পাকা রাস্তার দাবীতে আন্দোলন । দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আমজাদপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া এলাকার ঘটনা । ৩৬৫ নম্বর সেন্টারের পাকা রাস্তার দাবীতে সরব হয়েছেন গ্রামবাসীরা । এদিন ঘটনা জানিয়ে পঞ্চায়েত মেম্বার সহ গ্রামবাসীরা বিডিওর কাছে গণ অভিযোগপত্র দাখিল করেন । বাসিন্দাদের দাবী, এলাকার একমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে গেলে স্থানীয় মহিলা থেকে শুরু করে কচিকাচাদের চরম সমস্যায় পড়তে হয়। কাঁচা রাস্তার কারণে বছরে অন্যান্য সময়ে তেমন অসুবিধা না হলেও বর্ষাকালে সেই সমস্যা কয়েকগুণ বেড়ে যায়। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আমজাদপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া এলাকার এই সমস্যা দীর্ঘদিনের। নিজেদের অসুবিধার কথা স্থানীয় জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের একাধিকবার জানিও সুরাহা হয়নি। ফলে সমস্যায় পড়েছে এলাকার স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের এই সমস্যা সমাধান না হয় সোমবার স্থানীয় মহিলারা একত্রিত হয়ে ভিডিওর কাছে লিখিত আবেদন করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here