শিলিগুড়ি:-
দুই রাউন্ড কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো এনজেপি থানা,গ্রেপ্তার ২।বৃহস্পতিবার রাতে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ এনজেপির কাশ্মীর কলোনি থেকে এই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে।এই ঘটনায় নারায়ণ মন্ডল ও সনৎ বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতরা ফুলবাড়ির কামরাঙ্গা গুড়ি ও পশ্চিম ধর্মতলার এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,স্কুটিতে করে দুজন এই আগ্নেয়াস্ত্র হাতবদল করতে এনজেপি সংলগ্ন কাশ্মীর কলোনি এলাকায় এসেছিলেন।সে সময় তাদের স্কুটি আটক করে তল্লাশি চালাতেই দুই রাউন্ড তাজা কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।এছাড়া সেই স্কুটিকেও বাজেয়াপ্ত করা হয়।ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়।কি কারনেই এই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল তা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ।