দখলদারী বরদাস্থ নয়,আবারও প্রমান দিল শিলিগুড়ি পুরসভা।

0
71

দখলদারী বরদাস্থ নয়,আবারও প্রমান দিল শিলিগুড়ি পুরসভা।

শিলিগুড়ি:-

ক্ষোভের মুখে পরেও কিন্তু থেমে থাকেনি বর্তমান পুরসভা।তারা শহরকে নতুন রুপ দিতে,সবুজ শিলিগুড়ি গড়ে তুলতে বদ্ধপরিকর।সেই কারনে ফুটপাত থেকে সরকারী জায়গা,সবটাই দখল মুক্ত করার প্রয়াস গ্রহন করেছে শিলিগুড়ি পুরসভা।এই উদ্যগের মুল কান্ডারী অবশ্যই মেয়র গৌতম দেব।তার সদিচ্ছার জন্যই আজ দখল মুক্ত হচ্ছে শহর।শনিবারও বৃষ্টি ভেজা দিনকে উপেক্ষা করে রনসজ্জায় ফের একবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালালো শিলিগুড়ি পুরসভা কর্তৃপক্ষ।এদিন অভিযান চালানো হয় শহর শিলিগুড়ির ৩ নম্বর ওয়ার্ডের প্রধাননগর এলাকা নিবেদিতা রোডে ও গুরুংবস্তি বাজারে।অভিযান চালিয়ে রাস্তার উপর বসে থাকা বাজার সহ একাধিক দোকান ঘরের বেশ কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়।ঘটনায় সরব হয় ব্যবসায়ীরা।তারা জানান,কোনও নোটিশ ছাড়াই অভিযান চালানো হয়েছে।নোটিশ না দিয়েই দোকানঘর ভেঙ্গে দেওয়া হল।যদিও পুরসভার তরফে স্পষ্ট করা হয়েছে সমস্ত নিয়ম মেনেই এদিনের এই অভিযান।পুরসভার তরফে একাধিকবার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল বলেই খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here