আত্রেয়ীর জলস্তর বৃদ্ধিতে বাঁধ ভাঙার আশঙ্কা বালুরঘাটে! আতঙ্ক শহরের আত্রেয়ী কলোনীতে। যুদ্ধকালীন ততপরতা পুরসভার
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ জুলাই —— আত্রেয়ীর জলস্তর বৃদ্ধি, বাঁধের ফুটো দিয়ে হু হু করে জল ঢুকছে আত্রেয়ী কলোনীতে। আতঙ্ক এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় রাতভর যুদ্ধকালীন তৎপরতা বালুরঘাট পৌরসভার, নজরদারি চেয়ারম্যানের। উত্তরবঙ্গে ভারী বর্ষণের জেরে ফুলে ফেঁপে উঠেছে দক্ষিণ দিনাজপুরের প্রায় সমস্ত নদীগুলি। রবিবার রাত্রি থেকে বালুরঘাটের আত্রেয়ী নদীর জলস্তর বৃদ্ধিতে বাধে ফাটল ধরে শহরের আত্রেয়ী কলোনীর সুইচ গেট এলাকায়। যেখান দিয়ে হু হু করে আত্রেয়ী নদীর জল শহরে ঢুকতেই তুমুল আতঙ্কের পরিবেশ তৈরি হয় আত্রেয়ী কলোনী এলাকায়। যে খবর পেয়েই এলাকায় পৌছে পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নামে বালুরঘাট পৌরসভা। সোমবার যে এলাকা পরিদর্শনে যান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রও। বালির বস্তা দিয়ে বন্ধ করা হয় শহরে জল ঢোকার রাস্তা। শুধু তাই নয় এদিন সকাল থেকে রীতিমতো পাম্প বসিয়ে আত্রেয়ী কলোনী থেকে জল বের করার কাজ শুরু করে বালুরঘাট পৌরসভার প্রাকৃতিক বিপর্যয় মোকাবিল টিম। জানা গেছে ইতিমধ্যেই বালুরঘাটের আত্রেয়ী কলোনীর ৬টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে পার্শ্ববর্তী সাহেবকাছারি এলাকায় রাখার ব্যবস্থা করেছে বালুরঘাট পৌরসভা। একইসাথে ওই এলাকার উপর বিশেষ নজরদারিও রেখেছে পুরসভা কতৃপক্ষ।
বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন আত্রেয়ী কলোনীর পরিবারগুলি যাতে সুরক্ষিত থাকতে পারে তার জন্য যা যা ব্যবস্থা করার কথা ছিল যেগুলি প্রশাসনিক পর্যায়ে এবং পৌরসভাগতভাবে, সেগুলি তারা করেছেন। তিনি বলেন মানুষ যাতে কোন অসুবিধায় না থাকে তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার তা করা হয়েছে।