শিলিগুড়ি:-
পা ধোয়ার জন্য নদীর জলে নামতেই দাদার চোখের সামনে ফুলবাড়ির মহানন্দা নদীর জলে তলিয়ে গেল ছোট ভাই।তৎক্ষণাৎ দাদার চিৎকার শুনে আশপাশ থেকে মানুষজন ছুটে এসে ভাইকে জল থেকে ওঠানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় সকলেই।এদিকে ১২ ঘন্টা কেটে গেলেও কোনো খোঁজ পাওয়া যায়নি তলিয়ে যাওয়া যুবকের।জানা গেছে শিলিগুড়ি সংলগ্ন রাঙ্গাপানি এলাকার দুই যুবক শুক্রবার সন্ধে নাগাদ ঘুরতে এসেছিলেন ফুলবাড়ীর মহানন্দা ব্যারেজ এলাকায়। দুজনেই বাইকে করে এসেছিলেন আসার সময় ছোট ভাইয়ের পায়ে কাঁদা লেগে যায়।সেই সময় ছোট ভাই সুরজ রায় পা ধোয়ার জন্য নদীর জলে নামছিলেন।এমন সময় পা পিছলে নদীতে তলিয়ে যায় সে।ঘটনার পরথেকে শুক্রবার গাভীর রাত পযন্ত তল্লাশি জারি থাকলেও কোনো খোঁজ মেলেনি যুবকের।শনিবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাসি অভিযান।