ইসলামপুরে শুটআউট!দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীর

0
40

শিলিগুড়ি:-

ইসলামপুরে শুটআউট!দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীর।শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের মাদারিপুর এলাকায়।মৃতের নাম বাপি রায়।অন্যদিকে দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন আরো এক তৃণমূল নেতা তথা রামগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী সাজ্জাদ হোসেন।জানা গিয়েছে,এদিন মাদারিপুর এলাকায় বাপি রায়,সাজ্জাদ হোসেন,সহ একাধিক পঞ্চায়েত সদস্য একটি রেস্তোরাঁয় বসে দলীয় আলোচনা করছিলেন ঠিক সেই সময় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় বলে অভিযোগ।এই ঘটনায় বাপির চোখে,গলায়,বুকে সব মিলিয়ে মোট আটটি গুলি লাগে এবং সাজ্জাদের কোমরে গুলি লাগে।ঘটনা কি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।গুলিবিদ্ধ দুই তৃণমূল নেতাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা বাপি রায়কে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে গুরুতর আহত অবস্থায় সাজ্জাদ হোসেন নামে সে ব্যক্তি কে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।তবে কে বা কারা এই হামলা চালালো এবং কি কারণেই বা চালালো তার কারণ এখনো স্পষ্ট নয়।ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here