লোকেশন:-
কোচবিহার:মাথাভাঙ্গা দুই ব্লকের বিজেপি পরিচালিত ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলালো গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ প্রধান গ্রাম পঞ্চায়েত অফিসে না আসায় বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামবাসীরা।যদিও খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।পড়ে গ্রাম পঞ্চায়েত অফিসের গেটে ঝোলানো তালা খুলে দেওয়া হয়। একই সঙ্গে গ্রাম পঞ্চায়েত কার্যালয় তালা ঝোলানো নিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ
রোকসাডাঙা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত । গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা সরকার দেবনাথ অভিযোগ , লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পড়ে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস অত্যাচার করছে । তৃণমূলে যোগদান করার জন্য চাপ দেওয়া হচ্ছে । সেটা না করায় প্রধানের অফিস ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে তৃণমূল তাই তিনি অফিসে গিয়ে পরিষেবা দিতে পারছেন না । তিনি বলেন প্রশাসনের পক্ষ থেকে তালাটি খুলে দেওয়া হোক ।
অন্যদিকে কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কমলেশ অধিকারী বলেন গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েত অফিসে না আসায় তালা ঝুলিয়ে দিয়েছে।সাধারন মানুষ পরিসেবা পাচ্ছেন না তাই তালা ঝুলিয়ে দিয়েছে।