ভরা নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল সত্তোরর্দ্ধ বৃদ্ধা। তুমুল হইচই পতিরামের নিচাবন্দরে। চব্বিশ ঘণ্টা পরেও দেহ উদ্ধার না হওয়ায় ক্ষোভ পরিবারের

0
88

ভরা নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল সত্তোরর্দ্ধ বৃদ্ধা। তুমুল হইচই পতিরামের নিচাবন্দরে। চব্বিশ ঘণ্টা পরেও দেহ উদ্ধার না হওয়ায় ক্ষোভ পরিবারের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৫ জুলাই —— ভরা আত্রেয়ীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল ৭০ উর্দ্ধ বৃদ্ধা। চব্বিশ ঘণ্টা পরেও উদ্ধার হল না দেহ। ঘটনাকে ঘিরে হইচই পরিস্থিতি পতিরামের নিচাবন্দর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই বৃদ্ধার নাম সস্তিকা দাস (৭২)। রবিবার বিকেলে পতিরামের নিচাবন্দর এলাকায় নিজের বাড়ি থেকে সামান্য দূরে আত্রেয়ী নদীতে স্নান করতে গিয়েছিলেন। যার পর থেকেই নিখোঁজ হয়ে যান সত্তোরর্দ্ধ ওই বৃদ্ধা। এদিকে পরিবারের লোকেরা অনেক খোজাখুজির পরেও ওই বৃদ্ধাকে না পেয়ে ঘটনার খবর দেন পতিরাম থানার পুলিশকে। যে খবর পেয়েই এলাকায় পৌছে তদন্তে নামে পতিরাম থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওইদিন বিকেলে ভরা আত্রেয়ীতে স্নান করতে নেমেই নদীতে তলিয়ে যায় সে। সোমবার সকাল থেকে যার দেহ উদ্ধার করতে নামানো হয় ডুবুরিকে। তবে দীর্ঘক্ষন তল্লাশি চালানোর পরেও ওই মহিলার দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। যা নিয়ে পুলিশের বিরুদ্ধে কিছুটা ক্ষোভও প্রকাশ করেছেন মৃত মহিলার পরিবারের লোকেরা।

মৃতার স্বামী নিহার রঞ্জন দাস বলেন, সবসময় জলের কাজ নিয়েই ব্যস্ত থাকার কারনে পরিবার থেকে কিছুটা আলাদা ছিল সে। বাড়িতে স্নান করবার যাবতীয় ব্যবস্থা থাকলেও দিনে তিন থেকে চারবার স্নান করার জন্য নদীতে যেত সে। সকলের অগোচরে ভরা নদীতে স্নান করতে গিয়েই তলিয়ে গিয়েছে সে। ডুবুরি নামানো হলেও সেভাবে তারা কাজ না করায় দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

মৃতার অপর এক আত্মীয় শুভজ্যোতি দাস বলেন, প্রায় চব্বিশ ঘণ্টা অতিক্রান্ত হলেও নদী থেকে দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। তারা চাইছেন পুলিশি তৎপরতায় উদ্ধার করা হোক মৃতদেহটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here