হিলিতে সীমান্ত সংক্রান্ত ইশ্যু নিয়ে জরুরী বৈঠক বিএসএফ ও বিজিবির। চোরাচালান বন্ধ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা

0
170

হিলিতে সীমান্ত সংক্রান্ত ইশ্যু নিয়ে জরুরী বৈঠক বিএসএফ ও বিজিবির। চোরাচালান বন্ধ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৫ জুলাই ——- আন্তর্জাতিক একাধিক জরুরী বিষয় নিয়ে হিলিতে বৈঠক বিএসএফ ও বিজিবি-র। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি চেকপোস্টে অনুষ্ঠিত হয় এই বৈঠক। যেখানে ভারতীয় প্রতিনিধিদের তরফে নেতৃত্ব দেন বিএসএফ-এর রায়গঞ্জের সেক্টর কমান্ডার ডিআইজি মোহিন্দর সিং। অন্যদিকে বাংলাদেশের প্রতিনিধিদের নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশের দিনাজপুরের সেক্টর কমান্ডার পিএসসি মহম্মদ অরিফুল হক। জানা গেছে এদিনের এই বৈঠকে বাংলাদেশের অপরাধীদের দ্বারা বিএসএফ কর্মী ও ভারতীয় নাগরিকদের উপর হামলা বন্ধ সহ একাধিক জরুরী বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মূলত ভারত বাংলাদেশের হিলি আন্তর্জাতিক সীমান্ত এলাকায় মানবাধিকার বজায় রাখা, যেকোন হিংসা রোখা, দুই দেশের সীমান্ত প্রহরীদের মধ্যে তালমিল বজায় রাখা, সীমান্ত এলাকায় বাসবাসকারীদের জনসচেতনতা বৃদ্ধির উপরে জোর দেওয়া সহ একাধিক বিষয় আলোচিত হয়েছে এদিন। একইসাথে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত এলাকায় পাচারচক্র বন্ধে সম্মিলিতভাবে প্রয়াস চালাবে, যা নিয়েও এদিনের বৈঠকে বিস্তর আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে বিএসএফের তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here