জম্মু-কাশ্মীরে সেনা জঙ্গি লড়াইয়ে দার্জিলিংয়ের সেনা জওয়ানের মৃত্যু।
শিলিগুড়ি:-
আরও এক বীর সেনা জওয়ানকে খোয়ালো বাংলা।জম্মু-কাশ্মীরের ডোডায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন দার্জিলিংয়ের লেবংয়ের বড়াগিঙ্গের বাসিন্দা ক্যাপ্টেন ব্রিজেশ থাপা।মাত্র ২৭বছর বয়সে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে শহিদ হলেন তিনি।তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা শৈলশহরে।ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে,সোমবার রাতে জম্মু-কাশ্মীরের ডোডা থেকে চার ঘণ্টা দুরত্বে থাকা এক পাহাড়ি জঙ্গলে একটি অভিযানের সময় আচমকা জঙ্গিরা হামলা চালায়।জঙ্গিদের হামলার পালটা জবাব দেয় সেনা জওয়ানরাও।দু’পক্ষের লড়াইয়ে ব্রিজেশ-সহ আরও চার সেনা জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয়।ব্রিজেশ থাপার শহিদ হওয়ার খবর ইতিমধ্যে সেনা আধিকারিকদের তরফে তাঁর পরিবারকে জানানো হয়েছে।ঘটনায় শোকের ছায়া পরিবার মহলে।অন্যদিকে বীর ব্রীজেশের ঘটনায় দুঃখ প্রকাশ করেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ট।