শিলিগুড়ি:-
খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তে সীমান্তরক্ষীদের হাতে গ্ৰেপ্তার এক পাকিস্তানের নাগরিক সহ ২ নেপালের নাগরিক।গতকাল সীমান্তে টহলদারি করা এসএসবি ৪১নং ব্যাটালিয়নের জওয়ানরা নেপাল থেকে একটি চারচাকার গাড়ি আটক করে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় ৩জনকে আটক করে।ধৃতরা হল সাইফউল্লাহ (৪৬),পাকিস্তানের মরদান জেলার বাসিন্দা এবং মন বাহাদুর থাপা (৫১) ও মেঘ বাহাদুর মঙ্গর (৪০) দুজনেই নেপালের বাসিন্দা।পরে আটক ৩জনকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।পুলিশ সূত্রে জানা গেছে, পাকিস্তানের সাইফ উল্লাহর দুবাইতে একটি নিরাপত্তা সংস্থা রয়েছে এবং নেপালের ২জনের সঙ্গে যৌথভাবে কাজ করে।সাইফউল্লাহকে বৃহস্পতিবার নেপালে ইন্টারভিউ নেওয়ার জন্য ইটাহারিতে আনা হয়।পরে তিনজনই ইলামের উদ্দেশে রওনা হয়।তবে তাদের গাড়িটি মেরামত করতে পানিটাঙ্কিতে গাড়ি মেরামত করতে এসেছিল বলে জানা গিয়েছে।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদলতে তোলা হয়েছে।ঘটনায় একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ।