৭০ থেকে ৮৫ হাজারের অনুদান ঘোষণা হতেই দক্ষিণ দিনাজপুরে উচ্ছ্বাস পুজো উদ্যোক্তাদের

0
463

এক লাফে বাড়লো ১৫ হাজার অনুদান। ৭০ থেকে ৮৫ হাজারের অনুদান ঘোষণা হতেই দক্ষিণ দিনাজপুরে উচ্ছ্বাস পুজো উদ্যোক্তাদের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৩ জুলাই ———- এক লাফে বাড়লো ১৫ হাজার অনুদান। ৭০ থেকে ৮৫ হাজারের ঘোষণা হতেই রাজ্যজুড়ে উচ্ছ্বাস পুজো উদ্যোক্তাদের। মঙ্গলবার একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুর্গাপূজার প্রাক প্রস্তুতি নিয়ে বৈঠক করেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। যেখানেই এদিন তিনি ঘোষণা করেছেন পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা করে দেবার কথা। যা ঘোষণা হতেই খুশিতে উচ্ছ্বসিত হয়ে পড়েন পুজো কমিটিগুলি। রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বালুরঘাটে এদিন এই ভিডিও কনফারেন্সে হাজির ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা ও পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। যাদের উপস্থিতিতে শহরের বালুছায়া সভাগৃহে হাজির হয়েছিলেন প্রায় ৯৫ টি দুর্গাপূজা কমিটি। গতবছর যে দুর্গাপূজা কমিটিগুলিকে রাজ্য সরকারের তরফে সত্তর হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল, এবারে মুখ্যমন্ত্রী সেই অনুদানের পরিমাণ বাড়িয়ে ৮৫ হাজার টাকা করে দেয়। জানা গেছে, দক্ষিণ দিনাজপুরে এবছর প্রায় ৪০৫ টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে যার মধ্যে ৬৫ টি মহিলা পরিচালিত দুর্গাপূজা। শুধু তাই নয়, বালুরঘাট পৌর এলাকাতেই প্রায় ৯৫ টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩৫টি দুর্গাপূজা মহিলা পরিচালিত। এদিন দুর্গাপূজা কমিটিগুলির জন্য বিদ্যুৎ সহ বিভিন্ন বিষয়ে ছাড় দেওয়ার ঘোষণা করতেই খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে দক্ষিণ দিনাজপুর জেলার পূজা উদ্যোক্তাগুলি।

জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, সুষ্ঠু ভাবে পুজো পরিচালনা করতে যাবতীয় উদ্যোগ গ্রহণ করবে প্রশাসন।

পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিংকি পাল নামে এক পুজো উদ্যোক্তা জানান, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ যথেষ্টই প্রশংসনীয়। অনুদান বৃদ্ধির মাধ্যমে পুজো উদ্যোক্তারা সকলেই সুষ্ঠু ভাবে পুজোগুলি পরিচালনা করতে সক্ষম হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here