ডেপুটেশন প্রদান ও প্রতিবাদ সভা করলেন বামপন্থী সংগঠনের পক্ষ থেকে

0
56

একাধিক দাবি নিয়ে এসডিও অফিসের ডেপুটেশন প্রদান ও প্রতিবাদ সভা করলেন বামপন্থী সংগঠনের পক্ষ থেকে।

সি.আই.টি.ইউ বংশিহারী ব্লকের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে এসডিও অফিসে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচিত পালন করলেন। দাবি গুলি এলাকার জনগণের স্বার্থে সুনিদৃষ্ট পদক্ষেপ ও সমাধান করার আবেদন করেন সরকারের কাছে। দাবী গুলি হলো ১. কেন্দ্রীয় হকার্স আইন অনুযায়ী উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। ২. মোবাইল রিচার্জ খরচ অতিরিক্ত ভাবে বৃদ্ধি করা হয়েছে তা অবিলম্বে জনস্বার্থে কমাতে হবে। ৩. বিদ্যুতের অতিরিক্ত মাসুল বৃদ্ধি, অবিলম্বে হ্রাস করতে হবে এবং পরিষেবা বাড়িয়ে ঘন ঘন লোডশেডিং বন্ধ করতে হবে। ৪. ঔষধপত্র সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অবিলম্বে কমাতে হবে। ৫. ক্ষেতমজুর ও শ্রমিকের স্বার্থে পঞ্চায়েত গুলিতে ১০০ দিনের কাজ দীর্ঘদিন বন্ধ আছে তা সঠিকভাবে অবিলম্বে শুরু করতে হবে। ৬. বুনিয়াদপুর পৌরসভা এলাকায় জল নিকাশি ড্রেনের ব্যবস্থা অতিসত্বর তৈরি করতে হবে। ৭. বুনিয়াদপুর পৌর এলাকায় অনেক গরীব মানুষ বসবাস করে তাদের নিকট অতিরিক্ত ট্যাক্স নেওয়া হচ্ছে তা কমাতে হবে। এদিনের কর্মসূচিতে বুনিয়াদপুর সিপিআইএম পার্টি অফিস থেকে একটি মিছিল বের করে গোটা বুনিয়াদপুর পরিক্রমা করে এসডিও অফিসে পৌঁছান। এসডিও অফিসে পৌঁছে সাধারণ মানুষের স্বার্থে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করেন ও সেখান থেকে মিছিল করে বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে এসে প্রতিবাদ সভা করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষিক সভার সম্পাদক সুকুরুদ্দীন আহাম্মেদ, বংশীহাড়ী এরিয়া কমিটির সম্পাদক মোসাদ্দেক হোসেন, সারা ভারত কৃষিক সভার বংশীহাড়ী থানা কমিটির সভাপতি মন্টু চন্দ্র রায়, সারা ভারত ক্ষেত মজুর কমিটির সভাপতি সুবীর কুমার দাস, দক্ষিণ দিনাজপুর জেলার সি আই টি উ র কমিটির সম্পাদক বাবলু চন্দ্র দে সহ সিপিআইএম এর নেতৃত্তরা।

সি আই টি উ র জেলা কমিটির সম্পাদক বাবলু চন্দ্র দে জানিয়েছেন বুনিয়াদপুরে সিপিএম পার্টি অফিসের সামনে থেকে একটি মিছিল বের করে গোটা বুনিয়াদপুর পৌরসভা পরিক্রমা করে এইচডি অফিসে পৌঁছায়। আমরা সাধারণ মানুষের স্বার্থে একাধিক দাবি নিয়ে এসডিও অফিসে ডেপুটেশন দেওয়া হলো। আমরা চাই এই সমস্ত সমস্যার কথা গুলি এসডিওর সহযোগিতায় রাজ্য সরকারের কাছে আমাদের দাবি জানিয়ে সমস্যা সমাধান করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here